• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে গ্রহানু!


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক আগস্ট ১০, ২০১৭, ০৩:১০ পিএম
সেপ্টেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে গ্রহানু!

ফাইল ছবি

ঢাকা: আবারো পৃথিবীর বুকে গ্রহাণুর আছড়ে পড়বে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাতে পৃথিবী ধ্বংসও হতে পারে। তাদের কথা সত্য হলে পৃথিবীর মানুষের হাতে সময় আর মাত্র কয়েক সপ্তাহ। সম্প্রতি এই চাঞ্চল্যকর দাবি করেছেন বিশ্বের কয়েকজন কন্সপিরেসি থিয়োরিস্ট।

বিশেষত নিবিরু নামে একটি গ্রহাণু’র আছড়ে পড়া নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী সূর্যগ্রহণই বিশ্বের ‘শেষ দিন’ হতে পারে। খ্রিস্টান নিউমারোলজিস্ট ডেভিড মিডে আশঙ্কা করছেন, রহস্যময় গ্রহাণু নিবিরু পৃথিবীর দিকে ধেয়ে আসছে দ্রুত গতিতে। এই সেপ্টেম্বরেই তা আছড়ে পড়তে পারে পৃথিবীর উপরে। এই যুক্তির স্বপক্ষে বাইবেলের বেশ কিছু পাতাকে তুলে ধরেছেন তিনি। 

প্রসঙ্গত, নাসা এর আগে নিবিরুর অস্তিত্বকে ‘ইন্টারনেট গুজব’ বলেই উড়িয়েছিল। যদিও বহু মানুষই এর অস্তিত্বতে বিশ্বাস করেন এখনও। ডেভিড দাবি করছেন, আগামী ২৩ সেপ্টেম্বর নিবিরু পৃথিবীতে আছড়ে পড়ার আগে তাকে দেখা যাবে আকাশে। 

মায়া সভ্যতা বিশেষজ্ঞ জেমস ম্যাককেনির মতে, প্রায় ১০ হাজার বছর আগে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সভ্যতা। কারণ নিবিরু খুব কাছে চলে এসেছিল পৃথিবীর। উদাহরণস্বরূপ দক্ষিণ আমেরিকার কিছু ধ্বংস হয়ে যাওয়া শহরের কথা বলেন তিনি। মায়ান ক্যালেন্ডারে ২০১২-তেই পৃথিবী ধ্বংসের কথা উল্লেখ ছিল। তবে সেবার হিসেব মেলেনি। নিবিরুর কাহিনি সত্যি হলে এবার তা ঘটবে কি না, তা অবশ্য সময়ই বলবে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!