• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
বিজয় দিবস টেনিস

সেমিফাইনালে প্রীতি ও আলমগীর


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৭, ০৬:৫৮ পিএম
সেমিফাইনালে প্রীতি ও আলমগীর

ঢাকা: বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় চলমান ‘এআইইউবি বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা’র সেমিফাইনালে উঠেছে আলমগীর হোসেন ও আফরানা ইসলাম প্রীতি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ চার নিশ্চিত করেছেন তারা।

এদিন পুরুষ এককের খেলায় ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায়কে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হন নরডিক ক্লাবের আলমগীর হোসেন। অপর সেমিতে আমেরিকান ক্লাবের মিলন হোসেন এলিট টেনিস একাডেমির কাউসার আলীকে, পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের আনোয়ার হোসেন প্রতিপক্ষ ব্রিটিশ হাই কমিশন ক্লাবের রুবেল হোসেনকে এবং পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের মামুন বেপারী এলিট টেনিস একাডেমির ফারুক হোসেনকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন।

মহিলা এককে জাতীয় টেনিস কমপ্লেক্সের সাথী সরকারকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন বিকেএসপির আফরানা ইসলাম প্রীতি। অপর খেলায় বিকেএসপির জেরিন সুলতানা জলি একই দলের নদীয়া ইসলামকে, বিকেএসপির ঈশিতা আফরোজ জাতীয় টেনিস কমপ্লেক্সের ফাবিহা লামিসা সূচনাকে হারিয়ে শেষ চারে উঠেন।

বালক একক ১৬ বছর গ্রুপে বিকেএসপির মো. ইশতিয়াক জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ইমন ইসলামকে, বিকেএসপির অর্ণব সাহা বিকেএসপির মেহেদী হাসানকে, এলিট টেনিস একাডেমির জুয়েল রানা বিকেএসপির এনআই অমিওকে এবং এলিট টেনিস একাডেমির স্বাধীন হোসেন একই দলের দাইয়ান শেখকে হারিয়ে সেমি নিশ্চিত করেন।

বালক একক ১৪ বছর গ্রুপে বিকেএসপির ফরিদুর রেজা, এলিট টেনিস একাডেমির সোহেল, এলিট টেনিস একাডেমির শান্ত এবং জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ইমন ইসলামকে হারিয়ে সেরা চার নিশ্চিত করেন।

বালক একক ১২ বছর গ্রুপে এলিট টেনিস একাডেমির আলভী, এলিট টেনিস একাডেমির শাউন পাসি, জাতীয় টেনিস কমপ্লেক্সের খন্দকার সাইয়ান সহিদ এবং বিকেএসপির ইয়াসির আরাফাত সেমিতে উন্নীত হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!