• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেরা ১০ বোলারের ৮ জনই বাংলাদেশের


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০১৭, ০৭:২০ পিএম
সেরা ১০ বোলারের ৮ জনই বাংলাদেশের

ফাইল ছবি

ঢাকা: বিপিএলে বাংলাদেশি বোলারদের জয়জয়কার বললে এতটুকু ভুল হবে না। সেরা পাঁচে বাংলাদেশি ব্যাটসম্যানদের খুঁজে পওয়াই মুশকিল! কোনোভাবে পাঁচ নম্বর জায়গাটি ধরে রেখেছেন রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন। তার ওপরের চারজনই বিদেশি। তবে বোলারদের বেলায় উল্টোচিত্র। এখানে বাংলাদেশি বোলারদের দাপটে সেরা পাঁচের মধ্যে কোনো বিদেশি ঢুকতে পারেননি। শুধু তাই নয়, সেরা ১০ জন বোলারের মধ্যে বাংলাদেশেরই আট জন।

তালিকায় সবার ওপরে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১১ ইনিংসে বল করে ১৯ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ১৬ রানে ৫ উইকেট।

খুলনা টাইটান্সের আবু জায়েদ চৌধুরী আছেন দুই নম্বরে। ১১ ইনিংসে তাঁর উইকেট সংখ্যা ১৮টি। সেরা বোলিং ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট। তিন নম্বর জায়গাটি নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ সাইফউদ্দিন। যাকে বাংলাদেশের ভবিষ্যৎ বড় অলরাউন্ডার ভাবা হচ্ছে। সেই সাইফউদ্দিন ১১ ইনিংসে পেয়েছেন ১৫ উইকেট। সেরা ২২ রানে ৩ উইকেট।

ঢাকা ডায়নামাইটসের বাঁ-হাতী পেসার আবু হায়দার ১১ ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট। বোলারদের তালিকায় আছেন চার নম্বরে। হায়দারের সেরা বোলিং ১১ রানে ৩ উইকেট। ১০ ইনিংসে সমান ১৪ উইকেট নিয়ে পাঁচ নম্বর জায়গা পেয়েছেন চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ। তাঁর সেরা বোলিং ফিগার ৩১ রানে ৪ উইকেট।

ছয় নম্বর জায়গাটি পেয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা। ১১ ইনিংসে তাঁর উইকেট সংখ্যা ১৩টি।  সেরা ২৪ রানে ৩ উইকেট। তালিকার ৭ ও ৮ নম্বর জায়গা পেয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও হাসান আলী।  দুজনই ১২টি করে  উইকেট পেয়েছেন।

নয় নম্বরে থাকা সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনের উইকেটও ১২টি। সেরা ৩১ রানে ৫ উইকেট। ১০ নম্বরে অবস্থান করছেন খুলনা টাইটান্সের শফিউল ইসলাম। ৯ ম্যাচে তিনি উইকেট পেয়েছেন ১২টি।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!