• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনার বাংলা গড়‌তে সোনার মানুষ হ‌তে হ‌বে


শরীয়তপুর প্রতিনিধি জানুয়ারি ২১, ২০১৮, ০১:২৯ পিএম
সোনার বাংলা গড়‌তে সোনার মানুষ হ‌তে হ‌বে

শরীয়তপুর: বাংলা‌দেশ পু‌লি‌শ প‌রিদর্শক (আইজি‌পি) এ কে এম শহীদুল হক ব‌লে‌ছেন, হঠাৎ ক‌রে সোনার বাংলা গড়া যায় না। ‌সোনার বাংলা গড়‌তে হ‌লে শিশুকাল থে‌কে শিক্ষার্থী‌দের স‌ঠিক শিক্ষা দি‌তে হ‌বে। মু‌ক্তি‌যু‌দ্ধের চেতনা ও দেশপ্রেম শিক্ষার্থী‌দের মা‌ঝে গ‌ড়ে তুল‌তে হ‌বে।

শ‌নিবার (২০ জানুয়া‌রি) বেলা দেড়টার দি‌কে শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলার ভো‌জেশ্বর ইউনিয়‌নের নরক‌লিকাতায় নিজ গ্রা‌মে শিক্ষার্থী‌দের পুরুস্কার বিতর‌ণকালে আইজি‌পি এসব কথা ব‌লেন।

তিনি ম‌জিদ জ‌রিনা ফাউ‌ন্ডেশন স্কুল অ্যান্ড ক‌লেজ ম্যা‌নে‌জিং ট্রা‌স্টির প্রতিষ্ঠাতা সভাপ‌তি। এসময় ম‌জিদ জ‌রিনা ফাউ‌ন্ডেশন স্কুল অ্যান্ড ক‌লেজ বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা, কৃ‌তি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে শিক্ষার্থী‌দের পুরুস্কার বিতর‌ণে করেন।

আইজি‌পি শহীদুল হক ব‌লে‌ন- প্রতি‌টি শিক্ষার্থী‌কে বাংলা‌দেশের মু‌ক্তি‌যোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান সম্প‌র্কে জানা‌তে হ‌বে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌তে হ‌লে সোনার মানুষ হ‌তে হ‌বে।

এ অনুষ্ঠানে বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, ঢাকা রে‌ঞ্জের অতি‌রিক্ত উপ মহাপ‌রিদর্শক আবুল কালাম (ক্রাইম এন্ড অপস), পুনাক সভাপ‌তি বেগম শামসুন্নাহার রহমান, শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বি‌পিএম,‌ পি‌পিএম, মাদারীপুর জেলা পু‌লিশ সুপার সা‌রোয়ার হো‌সেন, বাংলা‌দেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য‌নির্বাহী সদস্য ইকবাল হো‌সেন অপু, শরীয়তপুর জেলা অতি‌রিক্ত পু‌লিশ সুপার (পদ‌ন্নতিপ্রাপ্ত পু‌লিশ সুপার) মো. এহসান শাহ্, অতি‌রিক্ত পু‌লিশ সুপার আব্দুল হান্নান, সি‌নি‌য়র সহকারী পু‌লিশ সুপার থান্দার খায়রুল হাসান, জেলা শিক্ষা অ‌ফিসার আব্দ‌ুল হে‌লিম ফ‌কির, ন‌ড়িয়া উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, ন‌ড়িয়া উপ‌জেলা নির্বাহী অফিসার সান‌জিদা ইয়াস‌মিন, ভো‌জেশ্বর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান নুরুল হক বেপারী, অন্ত: জেলা বাস মা‌লিক স‌মি‌তির সা‌বেক সাধারণ সম্পাদক মো. ফারুক আহ‌ম্মেদ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান‌ সঞ্চালনায় ছি‌লেন ম‌জিদ জ‌রিনা ফাউ‌ন্ডেশন স্কুল এন্ড ক‌লেজ অধ্যক্ষ এম ফ‌রিদ আল হোসাইন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!