• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনা জয়ে যুগলের ইতিহাস


অনলাইন ডেস্ক আগস্ট ১৭, ২০১৬, ০২:৩৫ পিএম
সোনা জয়ে যুগলের ইতিহাস

রিও অলিম্পিকে ব্রিটেনের সাইক্লিস্ট জেসন কেনি ও তার বাগদত্তা লরা ট্রট ইতিহাস গড়ে সোনা জিতেছেন। প্রথমে মেয়েদের সাইক্লিং অমনিয়ামে ট্রট ট্র্যাকে নেমে স্বর্ণপদক জিতেন। এর ৯০ মিনিট পর পুরুষদের কিরিনে সোনা অর্জন করেন কেনি।

এ ব্রিটিশ প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি অনেক ভালই ছিল বলতে হবে। ব্রিটেনের হয়ে অলিম্পিক সাইক্লিংয়ে সবচেয়ে বেশি ছয়টি সোনা জয়ের রেকর্ড স্যার ক্রিস হয়ের। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন কেনি। তিনিও এই ইভেন্টে সোনা অর্জনের মধ্য দিয়ে হয়ের ছয়টি স্বর্ণজয়ের রেকর্ড স্পর্শ করেছেন।

এ রেকর্ড স্পর্শের পর উচ্ছ্বসিত কেনি বলেন, ‘ক্রিসের রেকর্ডকে ছুঁতে পারা দারুণ ব্যাপার।’

অন্যদিকে কেনির বাগদত্তা ট্রটও প্রথম ব্রিটিশ নারী হিসেবে সাইক্লিংয়ে চারটি সোনা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। আনন্দে আপ্লুত ট্রট বলেন, ‘বিশ্বাসই হচ্ছে না। এতটা আশা করিনি। ভীষণ খুশি আমি।’

দিনটা আসলে কেনি-ট্রট যুগলের জন্য অসাধারণই ছিল। একই সঙ্গে সোনা জয় করা। তারওপর আবার দুজনেই ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!