• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের ১২৭ কোটি টাকা আত্মসাতে মামলা


খুলনা প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০১৭, ০৯:২৯ পিএম
সোনালী ব্যাংকের ১২৭ কোটি টাকা আত্মসাতে মামলা

খুলনা: সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখায় প্রায় ১২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির মহাব্যবস্থাপকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খানজাহান আলী থানায় দুদকের উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, মামলায় সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) নেপাল চন্দ্র সাহা, ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক সমীর কুমার দেবনাথ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ তৈয়াবুর রহমান, সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমান ও মেসার্স সোনালী জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এসএম এমদাদুল হোসেন বুলবুলকে আসামি করা হয়েছে।

২০১০ সালের ১২ জুলাই থেকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তারা এই অর্থ আত্মসাত করেন।

তিনি আরো বলেন, খুলনা করপোরেট শাখা থেকে বিভিন্ন ঋণের নামে ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা মেসার্স সোনালী জুট মিলস লিমিটেডের অনুকুলে উত্তোলন করা হয়। এই ঋণের অর্থের বিপরীতে মালামাল কেনার কথা থাকলেও তা না করে আসামিরা পরস্পর যোগসাজসে দুর্নীতি, প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অপরাধজনক অসদাচরণের মাধ্যমে উত্তোলন করা অর্থ আত্মসাৎ করেছেন।

এতে ব্যাংক বা সরকারের সুদসহ ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকা লোকসান হয়েছে বলে জানান এই দুদক কর্মকর্তা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!