• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোমালিয়ায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২১, ২০১৭, ০৯:১৬ পিএম
সোমালিয়ায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গত সপ্তাহে হওয়া শক্তিশালী এক গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮-তে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২২৮ জন। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উদ্বৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে মোগাদিসুর একটি হোটেলের প্রবেশপথের কাছে বিস্ফোরক বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়। ওই এলাকায় অনেক হোটেল, সরকারি ভবন ও রেস্তোরাঁ অবস্থিত। ২০০৭ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে বড় হামলা।

এ ঘটনায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল-শাবাবকে দায়ী করেছে দেশটির সরকার। একইসঙ্গে সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রীয় যুদ্ধ ঘোষণা করে তাদের দমনে সর্বাত্মক অভিযান শুরু করবেন দেশটির প্রেসিডেন্ট, এমনটিই নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী। 

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!