• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোশ্যাল মিডিয়ায় প্রতারণা, রেডিও জকি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০১৮, ০৭:০৭ পিএম
সোশ্যাল মিডিয়ায় প্রতারণা, রেডিও জকি গ্রেপ্তার

ঢাকা : সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রাজধানীর রাজাবাজার থেকে রাদবি রেজা ওরফে টেরর বাবা নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
 
শুক্রবার (২ মার্চ) সকালে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তারের সময় রেজার কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করে সিআইডি। তারা জানায়, একটি রেডিও শোতে কাজ করতেন রেজা। সেখানে ব্যক্তি জীবনের নানা সমস্যা সমাধানে পরামর্শ দিতেন তিনি।

এ সুযোগে ফেইসবুক ও ইউটিউবে জনপ্রিয় হয়ে ওঠেন রেজা। একপর্যায়ে সেই রেডিও স্টেশন থেকে চাকরি চলে যায় তার। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা শুরু করেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!