• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোহান-নাজমুলের টেস্ট অভিষেক


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২০, ২০১৭, ০৫:২৬ পিএম
সোহান-নাজমুলের টেস্ট অভিষেক

ঢাকা: ওয়েলিংটন টেস্টে অভিষিক্ত হয়েছেন পেসার তাসকিন আহমেদ। এবার ক্রাইস্টচার্চ টেস্টে অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। দেশের ৮৪ ও ৮৫তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো তাদের। স্বপ্নের সাদা পোষাকে ৪৭ রান করেছেন সোহান আর ১৮ রান করেছেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ২৮৯ রান করেছে টাইগাররা।

অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও ব্যাটসম্যান মোমিনুল হক ইনজুরিতে পড়ায়, ক্রাইস্টচার্চ টেস্টে অভিষেক হয় নুরুল ও নাজমুলের। ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি অভিষেক হয়েছে নুরুলের। তবে এই প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নামলেন নাজমুল। এখন পর্যন্ত ১২টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৫৫ রান করেছেন নাজমুল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব-আল হাসান, সাব্বির রহমান, নাজমুল হাসান শান্ত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম ও রুবেল হোসেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!