• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশির মৃত্যু


প্রবাসে বাংলা ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০১:০১ পিএম
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশির মৃত্যু

নিহত নজরুল ইসলাম (৩০)

ঢাকা: সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাত দিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি মারা যান।

নজরুল ইসলাম টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া হাসনগঞ্জ গ্রামের আবদুল মালেক মিয়ার ছেলে। নজরুল সৌদি আরবের জেদ্দায় ‘আল সমিজ সুভার’ নামে একটি দোকানে কাজ করতেন।

জেদ্দায় বাংলাদেশি কর্মী কামাল হোসেন জানান, সৌদি আরবের ‘আল সমিজ সুভার’ নামের ওই দোকানে কাজ করতে গেলে ১০ সেপ্টেম্বর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুলের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। ওই দোকানে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রায় ৬ বছর আগে সৌদি আরবে আসেন নজরুল। গত দেড় বছর আগে ছুটিতে দেশে গিয়ে বিয়ে করে পুনরায় সৌদি আরব আসেন বলে জানান কামাল হোসেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!