• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি প্রবাসীদের সিমকার্ডে কড়াকড়ি


প্রবাস ডেস্ক এপ্রিল ২৮, ২০১৭, ০১:১৩ পিএম
সৌদি প্রবাসীদের সিমকার্ডে কড়াকড়ি

ঢাকা : সিম কার্ড ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। প্রবাসীরা দেশটিতে এখন থেকে মাত্র ২টি সিম ব্যবহার করতে পারবে। জঙ্গি ও সন্ত্রাসী হামলায় সিমের অবাধ ব্যবহার ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে দেশটির সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ সীমাবদ্ধতার ফলে এখন থেকে প্রবাসীরা সব অপারেটর মিলে মোট ২টি করে প্রিপেইড সিম ব্যবহার করতে পারবে। একই নীতি বলবৎ থাকবে স্থানীয়দের ক্ষেত্রেও।

দেশটির যোগাযোগ ও তথ্য বিভাগ বলছে, এর ফলে বাজার থেকে অবৈধ সিম বন্ধ হবে। তবে এটিকে সাময়িক পদক্ষেপ বলে ধরে নেওয়া হচ্ছে।

ব্লুমবার্গের এক খবরে বলা হয়েছে, তেলে ধরা খাওয়ার পর দেশটি এমনিতে অর্থনৈতিক চাপে রয়েছে। সৌদি সরকারের এ উদ্যোগ প্রযুক্তি খাতকে আপাতত চাপে ফেলে দিয়েছে।

সিম কার্ডের ওপর এই কড়াকড়ির খবরের পর সৌদির শেয়ারবাজারে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ার নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়। দেশটি গত বছর কোম্পানিগুলোকে সিম ভেরিভাইড করার নির্দেশনা দেয়।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!