• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি বাদশাহর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০১৮, ০৮:৪৮ পিএম
সৌদি বাদশাহর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদের আরগায় রাজ প্রাসাদে সৌদি বাদশাহ এবং পবিত্র দু’টি মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৭ অক্টোবর) বিকেলে রাজপ্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

শেখ হাসিনা সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরবে পৌঁছান। এর আগে প্রধানমন্ত্রী সৌদি আরবের ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

তিনি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি পারস্পরিক স্বার্থেই আপনাদের বাংলাদেশে ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে আসার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আমরা আমাদের উন্নয়ন অভিযাত্রায় একে অপরের হাতে হাত রেখে চলতে পারি।’

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!