• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৌদিতে চাঁদ উঠেছে, সোমবার বাংলাদেশে ঈদ?


নিউজ ডেস্ক জুন ২৪, ২০১৭, ১১:২০ পিএম
সৌদিতে চাঁদ উঠেছে, সোমবার বাংলাদেশে ঈদ?

ঢাকা: সৌদি আরবে শনিবার(২৪ জুন) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের ঈদের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল রোববার(২৫ জুন) পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো। এ হিসেবে আগামী সোমবার(২৬ জুন) বাংলাদেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে বলেই ধারণা করছেন ইসলামী চিন্তাবিদরা।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে প্রকাশিত দ্য গালফ নিউজের অনলাইন সংস্করণে এ কথা জানানো হয়েছে। ইউএই থেকে প্রকাশিত খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনেও সৌদি আরবে আজ চাঁদ দেখা যাওয়ার কথা জানানো হয়েছে।

শনিবার নতুন চাঁদ দেখা যাওয়ার সন্ধ্যায় বৈঠক করে এ সিদ্ধান্ত জানায় সৌদি সরকারের সংশ্লিষ্ট কমিটি। রোববার সন্ধ্যায় বাংলাদেশসহ উপমহাদেশেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে। 

এতোদিন সৌদি আরবে চাঁদ দেখা দেয়ার একদিন পরেই বাংলাদেশসহ এ অঞ্চলে চাঁদ দেখা যায়। এবারো সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোতে রমজান শুরু হওয়ার পরের দিন বাংলাদেশে রমজান শুরু হয়। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোতে রোজা ২৯টি হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশসহ এ অঞ্চলেও রোজা ২৯টি হতে পারে বলে ধারণা করছেন ইসলামী চিন্তাবীদরা।

আগামীকাল রোববার (২৫ জুন) বাংলাদেশের চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। 

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!