• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদিতে মাদকসহ বিমান বাংলাদেশের দু’ক্রু গ্রেপ্তার


প্রবাসে-বাংলা ডেস্ক মার্চ ৩, ২০১৮, ০৩:১৬ পিএম
সৌদিতে মাদকসহ বিমান বাংলাদেশের দু’ক্রু গ্রেপ্তার

ঢাকা: নিষিদ্ধ মাদকসহ সৌদি আরবের রিয়াদে বিমান বাংলাদেশের দুই ক্রু গ্রেপ্তার হয়েছেন। সৌদি আরবের আইন প্রয়োগকারী সংস্থার লোকজন রিয়াদে অবস্থিত র‌্যাডিসন ব্লু হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করে ২৭শে ফেব্রুয়ারি। ওই দু’জন ক্রু হলেন মামুন শিশির ওরফে ফেরদৌস (৩০) ও আরিফ পাঠান রোহিত (৩০)। 

ওই দু’ক্রুকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন সৌদি আরবে বিমান বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম। বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মিরাজ বলেছেন, গোপন সূত্রে রিয়াদ পুলিশের গোয়েন্দা শাখার একটি স্কোয়াড খবর পায় যে, ওই দু’জনের সঙ্গে ইয়াবা রয়েছে।

তবে তাদের সঙ্গে ইয়াবা ছিল নাকি যৌন উত্তেজনা সৃষ্টিকারী ভায়াগ্রা ছিল তা নিশ্চিত হওয়া যায় নি। তবে আমরা শুনেছি, নিষিদ্ধ মাদক বহন করছিলেন তারা। উল্লেখ্য, সৌদি আরবে প্রতিটি ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় বাংলাদেশী ২০০০ টাকায়। 

মিরাজ বলেছেন, বিমানের ওই দু’জন ক্রু সৌদি আরবে যান ২৭ শে ফেব্রুয়ারি। বিমান বাংলাদেশে দু’বছর আগে যোগ দেন শিশির। আর এক বছর আগে যোগ দেন আরিফ পাঠান। 

মিরাজ আরো বলেছেন, পরিস্থিতি জানিয়ে যোগাযোগ করা হয়েছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশীর সঙ্গে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!