• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৮ বাংলাদেশির মৃত্যু


প্রবাস ডেস্ক এপ্রিল ১৩, ২০১৮, ১০:১৭ পিএম
সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৮ বাংলাদেশির মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা: সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ বাংলাদেশি নিহত হয়েছে। এছাড়া গুরুত্বর আহত হয়েছে আরো ৫জন।
 
শুক্রবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় রিয়াদ বিমানবন্দর সংলগ্ন নূরানী ইউসিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিংন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলো- নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার কাঠাঁলিয়া ইউনিয়নের আবুল হোসেনে ছেলে রবিন (২২), গাজীপুরের কালীগঞ্জের হিমেল (২৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চনের মজিদ (৫০), ঢাকার যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার সেলিম ও সিলেটের জোবায়ের।

এছাড়া আহতরা হলো- নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মাঝের চরের পাভেল (২২) ও ঢাকার খোরশেদ (৫০)। আহতদের গুরুত্বর অবস্থায় সৌদির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!