• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌম্য আবার দলে ফিরবে বলে দিলেন মিনহাজুল


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৮, ০৮:০৪ পিএম
সৌম্য আবার দলে ফিরবে বলে দিলেন মিনহাজুল

সৌম্য সরকার

ঢাকা : এশিয়া কাপে দ্রুততম সময়ের নোটিসে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন সৌম্য সরকার। ফাইনালে ভারতের বিপক্ষে ৩৩ রানের মহামূল্যবান এক ইনিংস খেলেছিলেন। এরপর ঘরের মাঠে যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য সুযোগের অপেক্ষায় ছিলেন সেখানে উল্টো বাদ পড়লেন। জাতীয় লিগের শেষ পাঁচটি ইনিংসের দিকে তাকালে সৌম্যর বাদ পড়ার কথা ছিল না। তাঁর ইনিংসগুলো দেখুন, ১৩, ১০৩*, ৩৩, ৭৬ ও ৭১।

তবে নির্বাচকরা সৌম্যর ওপর আস্থা হারাননি। বিসিবি একাদশের অধিনায়ক বানিয়ে নামিয়ে দিলেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। যেখানে তেড়েফুঁড়ে সেঞ্চুরি তুলে নিয়ে সৌম্য জানিয়ে দিলেন তিনি এখন আগের চেয়ে অনেক পরিণত। তাঁর ১০২ রানের ইনিংস দেখে মুগ্ধ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘এই জয় আমাদের দলের আত্মবিশ্বাস অবশ্যই বাড়াবে। সৌম্য দুর্দান্ত ব্যাটিং করেছে। ওর ব্যাটিং যথেষ্ট ভালো লেগেছে আজকে। আমি মনে করি ও ব্যাড প্যাচ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এনসিএলে শেষ ম্যাচটায়ও সৌম্য যথেষ্ট ভালো খেলেছে। আমার বিশ্বাস, ফর্মে ফিরলে আবার দ্রুত ও টিমে ফিরে আসবে।’

অলরাউন্ডার সাইফউদ্দিন ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছেন। তাঁর পারফরম্যান্সেও দারুন খুশি প্রধান নির্বাচক,‘ সাইফ যথেষ্ট ভালো বোলিং করেছে। সব মিলিয়ে পুরো দল এই ম্যাচে যথেষ্ট ভালো করেছে। আমাদের তরুণরা যদি এভাবে ধারাবাহিক উন্নতির পথে থাকে তাহলে সবার জন্যই ‘প্ল্যাটফর্ম ওপেন’ হয়ে যাবে।’

এই প্রথম জাতীয় দলে সুযোগ পাওয়া ফজলে রাব্বি প্রস্তুতি ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। ৩৪ বল খেলে করেছেন ১৩। রাব্বির ফর্ম নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না মিনহাজুল,‘ ও প্রথমবারের মত জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছে। সেই হিসেবে ওই ইনিংস সেভাবে মূল্যায়ন করলে হবে না। এটা শুধু মাত্র একটা অভিজ্ঞতা। সামনে ওর জন্য একটা ক্যারিয়ার পড়ে আছে। আমার বিশ্বাস ও অবশ্যই ভালো করবে।’

তবে প্রস্তুতি ম্যাচে সৌম্যর মতো আলাদাভাবে নজর কেড়েছে এবাদত হোসেনের বোলিং। ১৯ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন এই পেসার। মিনহাজুলও এবাদতের মধ্যে দেখছেন দারুন সম্ভাবনা,‘ এবাদতের বোলিং ইম্প্রেসিভ ছিল। ওকে আমরা এইচপিতে গত দুই বছর ধরে নার্সিং করেছি। ওকে আমরা বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য তৈরি করছিলাম, অনেক দিন পর ওকে ওয়ানডেতে নেওয়া হয়েছে। আজকে যথেষ্ট ভালো বল করেছে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!