• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌম্যদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কাঁপছে জিম্বাবুয়ে


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৮, ১১:৪৮ এএম
সৌম্যদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কাঁপছে জিম্বাবুয়ে

ঢাকা: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ময়দানি লড়াইয়ের আগে জিম্বাবুয়ে দল একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বিকেএসপিতে। শুক্রবার টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে রীতিমতো কাঁপছে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখার সময় তারা ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে।
 
এদিন তৃতীয় ওভারের পঞ্চম বলেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন এবাদত হোসেন। মাত্র ৭ রানের মাথায় ওপেনার ক্রেইগ আরভিনকে (১) তিনি উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করান। এরপর মোহাম্মদ সাইফউদ্দিনের বলে এলডব্লুয়ের ফাঁদে পড়েন ব্রেন্ডন টেলর (৬)।

দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে আরও একবার ধাক্কা দেন ইবাদত। এবার তাঁর শিকার অভিজ্ঞ শন উইলিয়ামস (১)। ১৫ রানে ৩ উইকেট হারিয়ে খাদে পড়া জিম্বাবুয়েকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা।

তবে এ জুটিও লম্বা হতে দেননি মোহর শেখ। সিকান্দার রাজাকে (৯) তিনি এলবিডব্লুয়ের ফাঁদে ফেলে ফিরিয়েছেন। ৫ ওভার হাত ঘুরিয়ে দুটি মেডেনসহ ৭ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন এবাদত হোসেন। একটি করে উইকেট পেয়েছেন সাইফউদ্দিন ও মোহর শেখ।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!