• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌরভের পাশে দাঁড়িয়ে শাস্ত্রীকে জবাব আজহারের


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১১, ২০১৭, ০৮:৪৯ পিএম
সৌরভের পাশে দাঁড়িয়ে শাস্ত্রীকে জবাব আজহারের

ঢাকা: অনীল কুম্বলেকে ভারতীয় দলের কোচ বেছে নেওয়ার পর থেকে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্ক অম্লমধুর। বিরাট কোহলিদের কোচ হতে না পাওয়ায় শাস্ত্রী সৌরভের হাত দেখেছেন বলে প্রকাশ্যে দাবি করেছেন। সৌরভও শাস্ত্রীকে ছেড়ে কথা বলেননি। কিছুদিন আগে শাস্ত্রী তার দেখা সেরা ভারতীয় অধিনায়ক বাছতে গিয়ে সেরা তিন জনের মধ্যে রাখেননি সৌরভকে।

শুধু তাই নয়, উইজডেনে সাক্ষাৎকার দেওয়ার সময় শাস্ত্রী ধোনিকে ‘দাদা ক্যাপ্টেন’ বলে সম্বোধন করেন। সৌরভ অনুরাগীদের কাছে মনে হয়েছে, এটা ব্যক্তিগত আক্রোশ থেকে করে যাচ্ছেন শাস্ত্রী। যেটা অনেকেই ভালোভাগে গ্রহণ করেননি।

এবার সেই দলে যোগ দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক আজহার উদ্দিন। তিনি বলেন,‘ এটা তো মূর্খের প্রলাপ। ওর কি পরিসংখ্যান চোখে পড়ে না। ব্যক্তিগত ঝামেলা নিয়ে আমার মাথাব্যথা নেই। কিন্তু দেশের সেরা অধিনায়ক প্রশ্ন তুললে ব্যক্তিগত ঝামেলা এড়িয়ে যাওয়া উচিৎ। আর সৌরভ এমন একজন অধিনায়ক যে ভারতীয় ক্রিকেটের জন্য প্রচুর অবদান রেখেছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!