• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় রুমানারা


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০১৭, ০৫:৩১ পিএম
স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় রুমানারা

ঢাকা: স্কটিশদের বিপক্ষে সহজ জয় দিয়ে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ নারী দল। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত টুর্নামেন্টের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে রুমানারা।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্কটল্যান্ড। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪০ রানেই গুটিয়ে যায় স্কটিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ক্যারি এন্ডারসন ২৮ রান করেন। এ ছাড়া ক্যাথরিন ব্রাইস ১৭ ও ওলিভিয়া রে ১৬ রান করেন। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ও খাদিজাতুল কুবরা ৩টি করে উইকেট নেন।

জবাবে ফারজানা হকের অপরাজিত হাফ-সেঞ্চুরিতে ৭৫ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। ফারজানা ৮টি চারে ১০৯ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া দলের জয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন অধিনায়ক রুমানা আহমেদ ও শারমিন আক্তার। রুমানা ৩৮ রানে অপরাজিত থাকলেও ২২ রানে আউট হন শারমিন আক্তার।

বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিলো বাংলাদেশ। তবে পরের ম্যাচে পাকিস্তান মহিলা দলের কাছে ৬৭ রানে হেরে যায় বাংলাদেশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!