• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টিফেন হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে একি করলেন নেইমার


ক্রীড়া ডেস্ক মার্চ ১৫, ২০১৮, ০৭:২১ পিএম
স্টিফেন হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে একি করলেন নেইমার

ঢাকা: মাত্র ২১ বছর বয়স থেকেই দুরারোগ্য মটর নিউরন রোগে আক্রান্ত হয়েছিলেন স্টিফেন হকিং। কিন্তু শারীরিক অক্ষমতা তার প্রতিভাকে আটকাকে পারেনি। হুইলচেয়ারে বসেই আধুনিক যুগের বিখ্যাত বিজ্ঞানীদের তালিকায় শীর্ষ স্থানে নিজেকে অধিষ্ঠিত করেছেন মহাবিশ্ব সৃষ্টির রহস্য ‘বিগ ব্যাং থিউরি’র এই প্রবক্তা। ৭৬ বছর বয়সে এই নক্ষত্রের পতন ঘটেছে। যুগ শ্রেষ্ঠ এই বিজ্ঞানীর প্রয়াণে শোকাহত গোটা বিশ্ব। বিশ্বের নানা প্রান্ত থেকে জানানো হচ্ছে শ্রদ্ধা।  

তারই ধারাবাহিকতায় স্টিফেন হকিংয়ের প্রতি শ্রদ্ধা জানান ব্রাজিলিয়ান সুপারষ্টার নেইমার। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এই মহা তারকার একটি ছবি দেখে বুঝতে কষ্ট হচ্ছে যে, তিনি আসলে শ্রদ্ধা জানাতে এসেছেন নাকি মশকরা করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে একটি হুইলচেয়ারে বসে রয়েছেন নেইমার। মুখে হাসি। আর ছবির নিচে হকিংয়েরই একটি অনুপ্রেরণামূলক উক্তি। ‌‌জীবনের যে কোনও পরিস্থিতিতে আত্মবিশ্বাসী থাকতে হবে। তবেই নিজেকে যেখানে দেখতে চাও, সেখানে পৌঁছে যেতে পারবে।' এমন উক্তির উল্লেখ করেই যেন প্রয়াত বিখ্যাত বিজ্ঞানীকে শ্রদ্ধা জানাতে চেয়েছেন তিনি। কিন্তু যে ছবিটি পোস্ট করেছেন, তাতে শ্রদ্ধা চেয়ের বেশি অসম্মানই করা হয়েছে তাকে। হকিংয়ের প্রতিবন্ধকতা নিয়ে মশকরা করেছেন নেইমার। আর তাই প্যারিস সাঁ জাঁ-র ফুটবলারের উপর ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

অত্যন্ত অল্প বয়সেই বিরল 'মোটর নিউরন' রোগে আক্রান্ত হয়েছিলেন হকিং। যার জন্য চলতে-ফিরতে এমনকী কথা বলার ক্ষমতাও হারিয়েছিলেন তিনি। যন্ত্রের দ্বারাই নিয়ন্ত্রিত হত তার জীবনের প্রতিটি মুহূর্ত। আর নিজে হুইলচেয়ারে বসে ছবি পোস্ট করে হকিংকে অত্যন্ত অসম্মান করেছেন নেইমার বলে মনে করছেন সকলে। পায়ে চোটের কারণেই আপাতত মাঠের বাইরে নেইমার। হুইলচেয়ারে বসেই তার দিন কাটছে। প্রায় তিনমাস এভাবেই চলবে। কিন্তু তার সাথে হকিংকে জড়িয়ে এই পোস্ট যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ফুটবলপ্রেমীরা।

অনেকেই লিখেছেন, 'সহানুভূতি, ভদ্র আচরণের নাম গন্ধ নেই নেইমারের মধ্যে।' অনেকে আবার মনে করছেন, মোটা অঙ্কের অর্থ পেয়েই তার স্বাভাবিক জ্ঞান-বুদ্ধি লোপ পেয়েছে। এক স্কটিশ ব্যক্তি লিখেছেন, 'নিজে সাময়িক সময়ের জন্য হুইলচেয়ারে বসে নেইমার নিজেকে হকিংয়ের সঙ্গেই তুলনা করে ফেলেছেন।' তাই অনেকের মতে, এর চেয়ে বরং হকিংকে নিয়ে কিছু না লিখলেই ভালো করতেন নেইমার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!