• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্টেইনহসের স্বপ্নপূরণ, বুন্দেসলিগায় প্রথম নারী রেফারি


ক্রীড়া ডেস্ক মে ২০, ২০১৭, ০৩:৪৭ পিএম
স্টেইনহসের স্বপ্নপূরণ, বুন্দেসলিগায় প্রথম নারী রেফারি

ঢাকা: ইতিহাস গড়েই স্বপ্ন পূরণের পথে বিবিয়ানা স্টেইনহস। জার্মানির বুন্দেসলিগার প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই নারী। আসন্ন  ২০১৭-১৮ মৌসুমে তার ম্যাচ পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

এ নিয়ে দারুন উচ্ছসিত বিবিয়ানা স্টেইনহস বলেন, আমি জানি, বুন্দেসলিগায় আমিই হব প্রথম মহিলা রেফারি। এটা আমার জন্য স্বপ্নপুরন! আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ওই মুহূর্তটার জন্য। যদিও আমার ওপরে মিডিয়া ও দর্শক একটু বেশি নজর রাখবে! আশা করি সবাইকে পাশে পাবো।’

গত ছয় বছর জার্মানির দ্বিতীয় বিভাগের লিগে ম্যাচ পরিচালনা করে আসছেন এই নারী। এই সময়ে অন্তত ৮০টি ম্যাচে রেফারির ভূমিকায় ছিলেন এই পুলিশ কর্মকর্তা। বুন্দেসলিগায়ও দারুণ পারফর্ম করবেন বলেই আশাবাদী লিগের সভাপতি রেইনহার্ড গ্রিন্ডেল। তিনি বলেন, ‘আশা করি বুন্দেসলিগার প্রথম মহিলা রেফারি হিসেবে সে অনেক তরুণীকে উজ্জীবিত করবে। তাঁর জন্য শুভকামনা রইল।’

তবে বুন্দেসলিগায় খেলা পরিচালনা করা স্টেইনহসের জন্য খুব সহজ হবে না। ২০১৪ সালে তখনকার বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলার সাথে কথা কাটাকাটি হয়েছিল ওই ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করা স্টেইনহসের। তাঁর কাঁধে হাত দেয়ায় সমালোচনার মুখে প্রতে হয়েছিল পেপকে।

২০১৫ সালে তো ফরচুনা মিডফিল্ডার কেরেন ডেমিরবেয় লাল কার্ড দেখার পর তাঁকে বলেছিলেন, ‌‘ছেলেদের ফুটবলে মেয়ের কোনো জায়গা নেই! স্টেইনহস এসব কিছু মাথায় রেখেই মাঠে নামবেন, ‘গত কয়ে বছরে অনেক কিছুর মুখোমুখি হয়েছি। তাই এসব ব্যাপার আমার মাথায় থাকবে দায়িত্ব পালনের সময়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!