• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্টোকস নয় সাকিবই সেরা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৭:১৩ পিএম
স্টোকস নয় সাকিবই সেরা

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় বিজ্ঞাপণ তিনি। লম্বা সময় ধরে তিন সংস্করণে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের স্থানটি দখল করে আছেন সাকিব আল হাসান। কখনো বল হাতে আবার কখনো ব্যাট হাতে দলের জয়ে বড় অবদান রাখছেন।

এবার সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার নাসের হুসেইন।

এই মুহূর্তে ইংল্যান্ডের বেন স্টোকস ও ভারতের হার্দিক পাণ্ডে বলে ব্যাটে আলো ছড়াচ্ছেন। এই দুজনের চেয়েও সাকিবকে এগিয়ে রাখছেন নাসের। সম্প্রতি স্কাই স্পোর্টস’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘স্টোকস-হার্দিকের চেয়ে আমি সাকিবকে এগিয়ে রাখব। বাংলাদেশ তথা উপমহাদেশে সাকিব একজন পারফেক্ট অলরাউন্ডার। দীর্ঘদিন ধরেই দুর্দান্ত পারফর্ম করছে সাকিব।’

অবশ্য সাকিবের পর নাসের স্টোকস ও হার্দিককে রাখছেন, ‘সাদা বলের ক্রিকেটে বেনের সম্ভাবনা দারুণ। ভারতের হার্দিকও ভালো করছেন।’ বিশ্রাম নেয়ায় সাকিব বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাননি। দুই টেস্টের পর তিনি সীমিত ওভারের ক্রিকেটে যোগ দেবেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!