• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্ত্রী-সন্তানের পর চলে গেলেন মানিকও


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০১৮, ০৯:২৪ এএম
স্ত্রী-সন্তানের পর চলে গেলেন মানিকও

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরের বাড়িতে গ্যাস লাইনের লিকেজ অগ্নিকাণ্ডে স্ত্রী ও সন্তানের পর প্রাণ গেল বাবা মানিকেরও। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানিক মিয়া (৩৫)। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৫ এপ্রিল) মারা যান তার স্ত্রী মিনা আক্তার (২২)। মিনার শরীরের ৮৫ শতাংশই পুড়ে গেছিল। অগ্নিকাণ্ডের রাতে গত মঙ্গলবার মারা যায় তাদের সাত মাসের সন্তান তামিম।

বাড়িটিতে গ্যাস জমে অগ্নিকাণ্ড ঘটে। গ্যাসের লাইনে ত্রুটি ছিল বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।

মিরপুর ১১ নম্বরের চার নম্বর সড়কের ওই বাড়ির নিচতলায় স্ত্রী ও সন্তানকে থাকতেন কেয়ারটেকার মানিক। সেখানে একটি ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!