• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


খাগড়াছড়ি প্রতিনিধি অক্টোবর ১৫, ২০১৮, ০৩:৪৩ পিএম
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলায় স্ত্রীকে যৌতুকের জন্য পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী মো. মিজানুর রহমানকে (২২) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৫ অক্টোবর) খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালত এই রায় দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার অপর ৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ২৭ ডিসেম্বর খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় যৌতুকের দাবিতে মো. মিজানুর রহমান তার স্ত্রী মোসা. সালমা আক্তারকে (২০) ঘরের সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার প্রায় ৫ মাস পর চিকিৎসাধীন অবস্থায় সালমার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত সালমার বড় ভাই মো. নুরুজ্জামান বাদী হয়ে গুইমারা থানায় মামলা করেন। ১ জুলাই পুলিশ সালমার স্বামী, শ্বশুর-শাশুড়ি, দেবরসহ ৫ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ ৬ জনের স্বাক্ষ্য শেষে প্রায় ৪ বছরের মাথায় আদালত এই রায় ঘোষণা করেন।

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত সালমার ভাই নুরুজ্জামান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!