• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মে ১৫, ২০১৭, ১০:৩১ পিএম
স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ: স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতনের মামলায় আবদুল আওয়াল নামে এক কৃষি কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ মে) দুপুরে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.শরিফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আবদুল আওয়াল গোমস্তাপুর উপজেলার রহনপুর কৃষি অফিসে কর্মরত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মহল্লার আফজাল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, আবদুল আওয়ালের স্ত্রী তানিয়া খাতুন বাদি হয়ে গত বছরের ৩০ মে চাঁপাইনবাবগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ‘ক’ অঞ্চল আদালতে যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে মামলাটি করেন। মামলায় আবদুল আওয়ালসহ তার বাবা আফজাল হোসেন, মা হেলেনা বেগম ও ভাই আখের আলীকে আসামি করা হয়।

তবে আদালত সাক্ষ্য প্রমাণাদি শেষে সোমবার আবদুল আওয়ালকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন এবং অন্যান্য আসামিদের খালাস দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!