• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীর স্বীকৃতির দাবিতে নববধূর অনশন


নোয়াখালী প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০১৮, ০৭:২০ পিএম
স্ত্রীর স্বীকৃতির দাবিতে নববধূর অনশন

ছবি: সোনালীনিউজ

নোয়াখালী : স্বামীর বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবি করতে আসা এক নববধূর ওপর হামলার অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। ঘটানটি সেনবাগ রোববার (২৩ সেপ্টেম্বর) উপজেলা ৪নং কাদরা ইউপির নিজসেনবাগ গ্রামে মাহমুদ উল্যার নতুন বাড়িতে।

এ সময় ওই নববধূ হামলার বিচার ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই বাড়ির গোয়াল ঘরে অবস্থান নেন এবং আমরণ অনশন শুরু করেন। ঘটনাটির খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিনকে ঘটনাস্থলে পাঠালে সে স্থানীয় মসজিদের মুসুল্লিদের সহযোগীতায় ওই নববধূকে উদ্ধার করে প্রতিবেশী নুরুল আমিনের বাড়িতে রাখেন। এ সময় ওই নববধূ তার হামলা ও পুত্রবধূর স্বীকৃতির না দিলে আত্মহত্যার হুমকি দিলে স্থানীয় গ্রাম পুলিশ এবাদ উল্লাহ পাহারায় নিয়োজিত থাকেন। অনশনরত নববধূ প্রিয়া পার্শ্ববর্তী দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউপির মেহেদীপুর গ্রামের ইদন আলী কন্যা।

প্রিয়া আক্তার অভিযোগ করেন, সে শ্বশুর বাড়িতে এলে শ্বশুর-শাশুড়ি তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

নববধূ প্রিয়া জানায়, সেনবাগের কাদরা ইউপির নিজ সেনবাগ গ্রামের হাবিব উল্যা পুত্র স্বামী আবদুল্যা আল মামুনের সঙ্গে মোবাইলের ক্রস কানেকশনে তাদের সম্পর্কে হয়। এর পর গত ২৭ আগস্ট ৬ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের তিনদিন পর বর মামুন স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে পালিয়ে সেনবাগের নিজ বাড়িতে চলে আসে। এরপর রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে নববধূ শ্বশুর-শাশুড়ির জন্য মিষ্টি নিয়ে স্বামীর বাড়িতে এলে এ ঘটনা ঘটে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন আহমেদ জানান বিষয়টি কেউ থানায় অবহিত করেনি। অভিযোগ পেলে আইনি সহায়তা দেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!