• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠকে খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৩, ২০১৭, ১০:৪৮ পিএম
স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠকে খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় ওই বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে জরুরি বৈঠকে আরো অংশ নেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়ার লন্ডনে অবস্থানকালীন সময়ে দলের ভূমিকা কী থাকবে এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সদস্যপদ সংগ্রহ অভিযানের পাশাপাশি নানা কর্মসূচির মা্ধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত রাখার নানা দিক নিয়ে আলোচনা হতে পারে।

চিকিৎসার জন্য শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে রওনা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এসময় চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, গৃহকর্মী ফাতেমা তার সঙ্গে যাবেন। পবিত্র ঈদুল আজহার পর খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!