• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্থায়ী জামিন পেলেন মেয়র সাক্কু


নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০১৭, ০১:৫৯ পিএম
স্থায়ী জামিন পেলেন মেয়র সাক্কু

ঢাকা : দুদকের দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।

বুধবার (২৪ মে) তার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। পরে ঢাকা মহানগর সিনিয়ার স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন মঞ্জুর করেন।

এ মামলায় আজ সাক্কু জামিন স্থায়ী করার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে মামলাটি বিচারের জন্য ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতে বদলির আদেশ ও আগামী ১২ জুন অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।

গত ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ৯ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন সাক্কু। আজ পর্যন্ত সে জামিনের মেয়াদ ছিল।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। পরে ২০১৬ সালের নভেম্বরে সাক্কুকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

গত ৩০ মার্চ কুমিল্লা সিটির কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!