• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্থায়ী শান্তিই আলোচনার প্রধান বিষয়: উ. কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক জুন ১১, ২০১৮, ০১:০৭ পিএম
স্থায়ী শান্তিই আলোচনার প্রধান বিষয়: উ. কোরিয়া

ঢাকা: কোরীয় উপদ্বীপে কিভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় সিঙ্গাপুর বৈঠকে সে বিষয়টিকেই আলোচনার প্রধান বিষয় হিসেবে দেখছে উত্তর কোরিয়া। বৈঠকের এজেন্ডা নিয়ে পিয়ংইয়ংয়ের এমন অবস্থানের কথা প্রকাশ করেছে, দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

মঙ্গলবার, সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের একটি হোটেলে হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এই ঐতিহাসিক বৈঠক। ইতিমধ্যে সিঙ্গাপুরে পৌঁছেছেন দুই নেতা। এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতা আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন।

উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। বিনিময়ে পিয়ংইয়ং কি দাবি করছে তা এখনো পরিষ্কার নয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!