• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্নাতকোত্তর পর্যায়েও শিক্ষার্থীরা পাবে বৃত্তি


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০১৬, ০৩:৫৬ পিএম
স্নাতকোত্তর পর্যায়েও শিক্ষার্থীরা পাবে বৃত্তি

সোনালীনিউজ ডেস্ক

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সুযোগ রেখে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১৬-এর খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে স্নাতক শ্রেণি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা আছে। আইন সংশোধন করে স্নাতকোত্তর পর্যায়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডির বৃত্তি প্রদান করা হবে। এ ছাড়া আইনের অধীনে নীতিমালা প্রণয়নেরও ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়াও মন্ত্রিসভায় জাতীয় শিল্পনীতি, ২০১৬-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভায় সেনানিবাস আইন, ২০১৬-এর খসড়া উপস্থাপন করা হলেও তা পরীক্ষা-নিরীক্ষা করে আবারও নিয়ে আসতে বলা হয়েছে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!