• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৭৭


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩, ২০১৬, ০৬:২৮ পিএম
স্পেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৭৭

স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালাগার কাছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্ততপক্ষে ৭৭ জন আহত হয়েছেন। এদের মাঝে পাঁচজনের অবস্থা গুরুতর। বিবিসি বলছে, মালাগার কাছে ভেলেজ-মালাগার একটি ক্যাফেতে ১৭:০০ জিএমটিতে স্থানীয় একটি উৎসব চলাকালে এই বিস্ফোরণ ঘটে।

বিভিন্ন আলোচিত্রে দেখা যায়, ল বোহেমিয়া নামক ওই ক্যাফেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় ছড়িয়ে পড়েছে ক্যাফের বিভিন্ন অংশের ভাঙা টুকরো। স্থানীয় সংবাদপত্র ল অপিনিয়ন দে মালাগা বলছে, বিস্ফোরণের আগে ক্যাফের বাবুর্চি সতর্ক করেছিলেন। এর ফলে সবাই অতিমাত্রায় আহত হওয়া থেকে রক্ষা পেয়েছেন, কারণ সবাই ক্যাফে থেকে বেরুনোর চেষ্টা করছিলেন।

সংবাদপত্রটি আরো জানিয়েছে, স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিস আহতদের হাসপাতালে নিয়ে যেতে হিমশিম খাচ্ছিল। ফলে পুলিশের গাড়িগুলোও আহতদের হাসপাতালে নিয়ে গেছে। শহরটির মেয়র অ্যান্তোনিও মোরেনো ফেরার সাংবাদিকদের বলেন, গ্যাস লিক থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। আন্দালুসিয়া অঞ্চলের জরুরি ইউনিটের মুখপাত্র জানিয়েছেন, আহত কেউই মৃত্যুঝুঁকিতে নেই।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!