• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্প্লিন্টারে নয়, গুলিতে মৃত্যু হয় ৯ জঙ্গির


নিজস্ব প্রতিবেদক জুলাই ৯, ২০১৭, ০৭:০৬ পিএম
স্প্লিন্টারে নয়, গুলিতে মৃত্যু হয় ৯ জঙ্গির

ঢাকা: রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিলে (জাহাজ বিল্ডিং) পুলিশের ‘অপারেশন স্ট্রম টোয়েন্টি সিক্স’ অভিযানে ৯ জঙ্গির মৃত্যুর প্রতিবেদন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে জমা দেয়া হয়েছে। শনিবার (৮ জুলাই) ৯ জঙ্গির মৃত্যুর এ প্রতিবেদন পাঠিয়েছে ফরেনসিক মেডিসিন বিভাগ।

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, ৯ জঙ্গির সবার মৃত্যু হয়েছে গুলিতে। স্প্লিন্টারে নয়। তিনি বলেন, গুলশানে নিহত দুই পুলিশ কর্মকর্তা ও হলি আর্টিজানের কর্মী শাওনের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনের কিছু কাজ বাকি থাকায় প্রতিবেদন দেয়া হয়নি। আগামী শনিবার দেয়া হতে পারে।

 

গত বছরের ২৬ জুলাই রাতে কল্যাণপুরের ৫ নম্বর রোডের তাজ মঞ্জিলে (জাহাজ বিল্ডিং) পুলিশের ‘অপারেশন স্ট্র টোয়েন্টি সিক্স’ নামের অভিযানটি চালায় পুলিশ। ভোরে ৯ জঙ্গির লাশ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় রিগ্যানকে।

নিহতরা হলো- দিনাজপুরের নবাবগঞ্জের সোহরাব আলীর ছেলে আব্দুল্লাহ, টাঙ্গাইলের মধুপুরের নূরুল ইসলামের ছেলে আবু হাকিম নাইম, ঢাকার ধানমণ্ডির রবিউল হকের ছেলে তাজ-উল-হক রাশিক, সাতক্ষীরার তালার ওমরপুরের নাসির উদ্দিন সরদারের ছেলে মতিয়ার রহমান, ঢাকার গুলশানের সাইফুজ্জামান খানের ছেলে আকিফুজ্জামান খান, বসুন্ধরা আবাসিক এলাকার তৌহিদ রউফের ছেলে সাজাদ রউফ অর্ক, নোয়াখালীর সুধারাম মাইজদী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে জোবায়ের হোসেন ও রংপুরের পীরগাছার পুরশুরা এলাকার শাহজাহান কবিরের ছেলে রায়হান কবির ওরফে তারেক ওরফে ফারুক। গত বছরের ২৮ সেপ্টেম্বর তাদের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!