• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বল্প আয়ের মানুষের জন্য ১০ হাজার ফ্ল্যাট


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৭, ০৫:৪৮ পিএম
স্বল্প আয়ের মানুষের জন্য ১০ হাজার ফ্ল্যাট

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন স্বল্প আয়ের মানুষের জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) পদ্ধতিতে রাজধানীর মিরপুরে এ সব ফ্ল্যাট নির্মাণ করা হবে।  

আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাটেজ বক্তব্যের সময় অর্থমন্ত্রী এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, ঢাকার কড়াইল-লালসরাই ও মহাখালীতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ৪ হাজার ৬৬২টি আবাসিক ফ্ল্যাট এবং

মিরপুরে স্বল্প আয়ের মানুষের জন্য পিপিপি পদ্ধতিতে প্রায় ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। মন্ত্রী জানান, মিরপুর ৯ নম্বর সেকশনে স্যাটেলাইট টাউন নির্মাণ এবং চট্টগ্রামের জিইসি মোড়ে বহুতল বাণিজ্যিক-কাম-আবাসিক ভবননির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!