• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাগতম বাংলাদেশ স্যাটেলাইট মহাকাশের ঘরে


মোঃ গোলাম মোস্তফা ( দুঃখু ) মে ১১, ২০১৮, ০২:৫৬ পিএম
স্বাগতম বাংলাদেশ স্যাটেলাইট মহাকাশের ঘরে

মহাকাশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আমি ,
দেখবো তোমার বিশাল রাজ্য।
তোমায় দেখাবো রক্ত দিয়ে জয় করা,
লাল সবুজের বাংলাদেশের নাম।

বার্তা দিবো প্রতিটিক্ষণ,
ঘুরবো আমি সারাবেলা।
লাল সবুজের পতাকা নিয়ে,
দেখাবো আরো ৫৬ দেশ কে।

আমি বাংলার বাঘ!
লাল সবুজের দেশ,
আমি বাংলাদেশ।

আমি স্যাটেলাইট বাংলা ভাষার গান,
দেখাবো আমি টিভির পর্দায়
তোমাদের সুখ দুখের মেলা ।
দেখবে তোমরা দেশের ক্ষমতা ,
লাল সবুজের চিৎকার ।

আওয়াজ তুলবো মহান নেতার মতো ,
দেখবে সবাই অবাক হয়ে !
বাংলাদেশের ক্ষমতার বল ।

বঙ্গবন্ধুর কবিতা শুনাবো মহাকাশ,
তোমার বুকে থাকা।
৫৬ দেশ নিরব হয়ে শুনবে,
মহান নেতার শক্তি আমি
বাংলাদেশের  লাল সবুজের স্যাটেলাইট।

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট ।

মহাকাশ তুমি নীরব কেন ?
আমি পৃথিবী দেখি আকাশ থেকে,
এত প্রাণ এত ভালোবাসা।
বাংলাদেশের মানুষের মাঝে,
বাংলা ভাষার জন্য ।

শুনো তোমরা ৫৬ দেশের স্যাটেলাইট,
আমরা রক্ত দিয়ে দেশ এনেছি ।
আমি চাই ভালেবাসার রঙ হবে ,
মহাকাশের দ্রাঘিমা রেখা ।

চলছি ১১৯ দশমিক ১ ডিগ্রিঃ  পূর্বে দ্রাঘিমার মাঝে।
দেখাচ্ছি আলো বাংলাদেশের,
লাল সবুজের মানুষ কে ।

আমি আমেরিকা স্যাটেলাইট,
বিশ্ব আমায় মোড়ল ভাবে।
দেখে আমায় ভয়ের চোখে !
তুমি বাংলার স্যাটেলাইট,
থাকবে আমার কাছা কাছি ।

আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি
প্রিয় বাংলাদেশ কে ,
আমাদের মোড়ল বাংলার জনগন ।

বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্ব,
কারো সাথে বৈরীতা নয়।
এমন নীতি মেনে চলে ,
বিশ্ব যেন হয় শান্তিময় ।

স্যালুট বাংলার স্যাটেলাইট ,
এমন সত্য কথা বলার
সাহস রাখেনি কেউ আগে।

মহাকাশে প্রথম বারের মতো,
নিজের বলের কথা ।
মানুষের ভালোবাসার কথা ,
বললো বাংলাদেশের স্যাটেলাইট।

৫৬ দেশের স্যাটেলাইট আমরা।
মহাকাশের দ্রাঘিমা রেখার মাঝে,
স্বাগতম জানাই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কে ।

দেখাও আলো তোমার দেশ কে।
আমরা আছি ৫৬ দেশের স্যাটেলাই,
তোমার লাল সবুজের পাশে ।

আমরা স্যাটেলাইট ৫৭ জন,
দেখবো মহাকাশ
দেখাবো বিশ্বের সকল রঙ ।
সকল বার্তা সবার আগে,
সকল দেশ পাবে ।

আমরা স্যাটেলাইট পরিবার ।
পৃথিবীর মানচিত্রে নতুন দিগন্ত ,
বাংলাদেশ কে পেয়ে ।

স্বাগতম বাংলাদেশ মহাকাশের ঘরে ।
আমরা পরিবার থাকবো সবাই ,
একই মহাকাশের বুকে ।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!