• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৩০, ২০১৭, ০৪:৩৬ পিএম
স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা

ফাইল ছবি

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ‘স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিত’র আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বাংলাদেশ এডিবঅয়েল ও আমানতশাহ লুঙ্গির পৃষ্ঠপোষকতায় বুধবার (২৯ মার্চ) থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার জোনের খেলা। বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে চারটি জোনের খেলা। নিম্নে খেলার ফলাফল দেয়া হল।

মধুমতি জোন: ১ম খেলায় ঢাকা জেলা ২৭-২১ পয়েন্টে নারায়নগঞ্জ জেলাকে পরাজিত করে, ২য় খেলায় রাজবাড়ী জেলা ৩৪-২৩ পয়েন্টে ফরিদপুর জেলাকে পরাজিত করে, ৩য় খেলায় গোপালগঞ্জ জেলা ৩১-২৩ পয়েন্টে মুন্সীগঞ্জ জেলাকে পরাজিত করে, মাগুরা জেলা ২৬-১৬ পয়েন্টে শরিয়তপুর জেলাকে পরাজিত করে।  

কির্তনখোলা জোন: ১ম খেলায় বরিশাল জেলা ২৫-১৬ পয়েন্টে মাদারীপুর জেলাকে পরাজিত করে, ২য় খেলায় ভোলা জেলা ৬৩-২৩ পয়েন্টে পটুয়াখালী জেলাকে পরাজিত করে, ৩য় খেলায় বাগেরহাট জেলা ৫৭-২৮ পয়েন্টে ঝালকাঠি জেলাকে পরাজিত করে এবং ৪র্থ খেলায় পিরোজপুর জেলা ৭১-৩১ পয়েন্টে বরগুনা জেলাকে পরাজিত করে।

তিস্তা জোন: ১ম খেলায় পঞ্চগড় জেলা ৩৭-২৪ পয়েন্টে  রংপুর জেলাকে পরাজিত করে, ২য় খেলায় কুড়িগ্রাম জেলা ৪৯-৩৮ পয়েন্টে ঠাকুরগাঁও জেলাকে পরাজিত করে, ৩য় খেলায় দিনাজপুর জেলা ৩৯-৩১ পয়েন্টে নীলফামারী জেলাকে পরাজিত করে।
 
ব্রক্ষপুত্র জোন: ১ম খেলায় টাঙ্গাইল জেলা ৪১-১৮ পয়েন্টে মানিকগঞ্জ জেলাকে পরাজিত করে, ২য় খেলায় ময়মনসিংহ জেলা ৪২-২৯ পয়েন্টে শেরপুর জেলাকে পরাজিত করে, ৩য় খেলায় জামালপুর জেলা ৫৪-২৩ পয়েন্টে কিশোরগঞ্জ জেলাকে পরাজিত করে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!