• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাভাবিক জীবনে ফিরতে ৩৮ জলদস্যুর আত্মসমর্পণ


বরিশাল ব্যুরো জানুয়ারি ১৬, ২০১৮, ০৭:৫৮ পিএম
স্বাভাবিক জীবনে ফিরতে ৩৮ জলদস্যুর আত্মসমর্পণ

বরিশাল: স্বাভাবিক জীবনে ফিরতে সুন্দরবনের জলদস্যু “বড়ভাই, ভাইভাই ও সুমন বাহিনীর” প্রধানসহ ৩৮ জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে। এসময় তারা ৩৮টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৯শ’ ৬৯ রাউন্ড গুলি জমা দেয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ওই জলদস্যুরা। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের সকল দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড়ভাই বাহিনীর ১৮ জন ১৮টি অস্ত্র এবং এক হাজার ৪শ’ ২২ রাউন্ড গুলি, ভাইভাই বাহিনীর ৮ জন ৮টি অস্ত্র এবং ৩শ’ ৩১ রাউন্ড গুলি এবং সুমন বাহিনীর ১২ জন ১২টি অস্ত্র ও এক হাজার ২শ’ ১৫ রাউন্ড গুলি জমা দেন।

এ নিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) পর্যন্ত মোট আত্মসমর্পণকারী জলদস্যু বাহিনীর সংখ্যা দাড়িয়েছে ১৭টি এবং আত্মসমর্পণকারী জলদস্যুর সংখ্যা ১৯০ জন। এ পর্যন্ত জমা দেয়া অস্ত্রের সংখ্যা ৩২০টি এবং ১৬ হাজার ৮৯০ রাউন্ড গুলি।

আত্মসমর্পণকারীরা হলো- বড়ভাই বাহিনীর প্রধান মো. আব্দুল ওয়াহিদ মোল্লা (৪৯), বাচ্চু শেখ (৩৫), মাহামুদ হাসান (২৩), মো. রফিকুল ইসলাম (৪২), ওলি ইজারাদার (৩১), গোলাম মাওলা (৫০), অলি য়ার শেখ (৫০), বরকত আলী শেখ (৫০), রেজাউল মোল্লা (৪৫), রিপন শেখ (৩১), খালিদ ইজারাদার (৪০), মিকাইল ইজারাদার (৩১), বায়েজিদ মোল্লা (৩৪), লিটন আলী ইজারাদার (৩১), মাজেদ ইজারাদার (৫০), এসএম মেহেদি হাসান মিলন (৩১), আব্দুল মজিদ ভাঙ্গী (৫৫), ইউনুস আলীসহ (৩২) ১৮ জন। ভাই ভাই বাহিনীর প্রধান ফারুক মোড়ল (৩০), রেজাউল সানা (৫০), অনি মেষ বাড়ৈ (২৪), কুতুব উদ্দিরন গাজী (৩০), ইমদাদুল হক (২৮), আলমগীর হাওলাদার (৩২), আলামিন হাওলাদার (৩০), হাবিবুর রহমান সিকদার (৩২)। সুমন বাহিনীর প্রধান জামাল শরিফ সুমন (৪২), কাইয়ুম  জোমাদ্দার (২৯),আলামিন মৃধা (৪০), জামাল তালুকদার (৩৫), রাজা ফরাজি (২৫), আলামিন খা (২৫), মো. রফিকুল (৪১), আকরাম হোসেন গাজী (৩১), জুয়েল রানা (৩০), আবুল কালাম শেখ (৬০), মিলন হাওলাদার (২২), ছমির তালুকদার (৪৫)। আত্মসমর্পণকারীরা সবাই খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যুদের শুভেচ্ছা জানিয়ে বলেন, যাদের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতনের মতো মামলা আছে, তাদের আইনের মুখোমুখি হতে হবে। আর অন্যান্যদের বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে।

তিনি বলেন, এখনও যারা সুন্দরবনে দস্যুতায় লিপ্ত আছেন, তারা বাঁচতে চাইলে অবিলম্বে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কেউ দস্যুতা করবে, আর সরকার বসে থাকবে সে দিন আর নেই। বাংলাদেশে কোনো দস্যুতা, কোনো সন্ত্রাসবাদ, কোনো জঙ্গিবাদ চলবে না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের শেকড় উপড়ে ফেলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

র‌্যাব-৮ পরিচালক উইং কমান্ডার হাসান ইমন আল রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান, বরিশাল রেঞ্জ জিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মো. মাহমুদ হাসান খান, গোয়েন্দা বিভাগের পরিচালক লে. কর্নেল মো. মাহবুব আলম, অপারেশন শাখার পরিচালক লে. কর্নেল মাহবুব হাসান, পরিচালক উইং কমান্ডার আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!