• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বামী হত্যায় স্ত্রী ও কথিত বন্ধুর মৃত্যুদণ্ড


বরিশাল প্রতিনিধি মে ২৮, ২০১৭, ১০:১৬ পিএম
স্বামী হত্যায়  স্ত্রী ও কথিত বন্ধুর মৃত্যুদণ্ড

বরিশাল: বরিশালে মৎস্যজীবী স্বামী স্বরুপ আলী মৃধাকে হত্যার অভিযোগে স্ত্রী ও তাঁর কথিত বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরো একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

রোববার (২৮ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহা. রাকিবুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার টুমচর গ্রামের মমতাজ বেগম ও কালাম হাওলাদার এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাজীব রাঢ়ী। তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দেয় আদালত। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রফিকুল ইসলাম বলেন, ২০১৫ সালের ১২ মার্চ রাতে জেলার সদর উপজেলার দক্ষিণ টুমচর গ্রামে স্বরুপ আলী মৃধাকে (৪৫) ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ বাড়ির পাশের খাল পাড়ে ফেলে রাখে স্ত্রীসহ ওই দুইব্যক্তি। পরে পুলিশ খবর পেয়ে ওই রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই আশ্রাব আলী মৃধা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ওই তিনজনকে আসামি করে ওই বছরের ২৬ মে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোবাবর (২৮ মে) এ রায় দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!