• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্মার্টফোনের নীল আলোতে অন্ধত্বের ঝুঁকি!


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক আগস্ট ১৪, ২০১৮, ০৭:০০ পিএম
স্মার্টফোনের নীল আলোতে অন্ধত্বের ঝুঁকি!

ঢাকা : বিখ্যাত পত্রিকা সিনহুয়ার খবর স্মার্টফোনের মতো নানা ডিজিটাল ডিভাইসের নীল আলো অন্ধত্বের পথ সুগম করে দিতে পারে।

ডিজিটাল ডিভাইস তথা স্মার্টফোনের নীল আলো ক্রমাগতভাবে ব্যবহার করলে চোখের আলো সহনশীল ক্ষুদ্র কোষের মধ্যে বিষাক্ত অনু জমতে তাকে এবং পরবর্তীতে তা চোখের ম্যাকুলারকে ক্ষতিগ্রস্ত করে। এমনই বলা হয় যুক্তরাষ্ট্রের টলেডো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়।

দেশটিতে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ ম্যাকুলার বিচ্ছেদ। তবে ম্যাকুলার বিচ্ছেদের কারণে মানুষ পুরাপুরি অন্ধ না হলেও তার প্রাত্যহিক কাজকর্ম বাধাগ্রস্ত হয়।

টলেডো বিশ্ববিদ্যালয়ের ক্যামেস্ট্রি ও বায়ো-ক্যামেস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজিত করুনাথানে বলেন, এটি কোনো অজানা কথা নয় যে মোবাইলের নীল আলো আলোক রশ্মি আমাদের চোখের ক্ষতি করে।

এই নীল আলোক রশ্মি আমাদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত করে থাকে। গবেষণার মাধ্যমে আমরা বের করার চেষ্টা করছি - এটি কিভাবে ঘটে এবং তা নিরাময়ের পথ দেখানো।

গবেষকরা নীল আলো থেকে বাঁচতে দুইটি পরামর্শ দিয়েছেন। স্মার্টফোন রাতের বেলা অন্ধকার স্থানে ব্যবহার না করা এবং  নীল আলো থেকে চোখ রক্ষায় সানগ্লাস ব্যবহার করতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!