• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্মৃতিসৌধে নতুন সিইসির শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ০১:০৭ পিএম
স্মৃতিসৌধে নতুন সিইসির শ্রদ্ধা নিবেদন

ঢাকা: মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন নির্বাচন কমিশনাররা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে চার কমিশনাররা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অপর চার কমিশনার হলেন- মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সদস্যদের স্বাগত জানান ঢাকার এসপি শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মজিবুর রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে নতুন নির্বাচন কমিশনের সদস্যরা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কেএম নূরুল হুদা।

নির্বাচন কমিশনের এই দায়িত্বকে কতটুকু চ্যালেঞ্জ ভাবছেন- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অবশ্যই এটি একটি চ্যালেঞ্জিং দায়িত্ব। তবে এখনো বিস্তারিত কথা বলার সময় আসেনি। এতটুকুই বলতে পারি-আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি। আমরা এখনো অফিসে বসতে পারেনি। এ সব বিষয় নিয়ে আমরা পরে কথা বলব ।’

সেই সঙ্গে নতুন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে তাদের কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া নেই বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!