• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্মৃতিসৌধে শি জিনপিংয়ের শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৬, ০৯:৩৮ এএম
স্মৃতিসৌধে শি জিনপিংয়ের শ্রদ্ধা

স্বাধীনতাযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ (১৫ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর ১ মিনিট নীরবতা পালন করেন। এসময় বিউগলে বেঁজে উঠবে করুণ সুর।

এর আগে সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ।

এদিকে চীনা প্রেসিডেন্টকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা জেলা পুলিশ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করেন।

এরআগে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান। এদিকে আজ সকাল ১০টায় ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!