• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্যামির ১৪ বলে ৪৭, রাজশাহীর ১৮৫


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৫, ২০১৭, ০২:৫৭ পিএম
স্যামির ১৪ বলে ৪৭, রাজশাহীর ১৮৫

ঢাকা: রাজশাহী কিংসের দিকে তাকালে কখনোই মনে হবে না দলটি দূর্বল। টপ অর্ডারে ডোয়াইন স্মিথ-মুমিনুল হক-লুইক রাইটদের সঙ্গে মিডল অর্ডারে মুশফিকুর রহীম, জাকির হাসান।

লেট মিডল অর্ডারে জেমস ফ্রাঙ্কলিন, অধিনায়ক ড্যারেন স্যামি ও মেহেদি হাসান মিরাজ। বোলিংয়ে পাকিস্তানি সাবেক পেসার মোহাম্মদ সামি। তারপরও কোথায় যেন ঘাটতি রয়েই গেছে পদ্মাপাড়ের দলটির। যে কারণে তারা জয় তুলে নিতে পারছে না।

শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চোট কাটিয়ে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। রাজশাহীর সমর্থকরা আশায় আছেন, ফিজের হাত ধরে ফিরবে রাজশাহীর ভাগ্যও।

কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন স্যামি। শুরুটা ভালো হলেও কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় পুঁজি গড়তে পারেনি রাজশাহী। ৫.২ ওভারে মুমিনুল-স্মিথের ওপেনিং জুটি তুলে ফেলে ৪৩ রান। স্মিথকে (১৯) বোল্ড করে ফেরান সাইফ উদ্দিন। এর পরই রান আউটের ফাঁদে পড়েন মুমিনুল(২৩)।

এখান থেকেই ম্যাচেরও নিয়ন্ত্রণ নিয়ে নেয় কুমিল্লা। কিন্তু শেষের দিকে ব্যাট হাতে সাইফ উদ্দিনকে স্রেফ ধ্বংস করে মাত্র ১৪ বলে ৪৭ রান তোলেন স্যামি। ছক্কাই মেরেছেন ছয়টি, চার একটি। বলা চলে, স্যামির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান তুলতে পারে রাজশাহী।

এছাড়া লুক রাইট ৩৬ বলে ৪২, জাকির ২০, ফ্রাঙ্কলিন ১৪ রান করেন। ৪ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাইফ উদ্দিন। অর্ধেক রানই তিনি দিয়েছেন শেষ ওভারে। ৩৮ রানে ২ উইকেট শিকার করেছেন হাসান আলী।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!