• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্রোত দেখতে গেলে এমন হবে ভাবেনি ওরা!


জামালপুর প্রতিনিধি আগস্ট ১৬, ২০১৭, ০৭:১৬ পিএম
স্রোত দেখতে গেলে এমন হবে ভাবেনি ওরা!

প্রতীকী ছবি

জামালপুর: জেলার মেলান্দহ উপজেলায় বন্যার পানি দেখতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন দুই স্কুলছাত্রসহ তিনজন।

বুধবার (১৬ আগষ্ট) উপজেলার ভালুকা এলাকায় বন্যার পানি দেখতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো- উপজেলার সদারপাড়া এলাকার ময়না শেখের ছেলে মো. সজিব শেখ (১৬) ও তার সহপাঠী নাগেরপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জিল্লুর রহমান (১৭) এবং ভালুকা এলাকার লাল মিয়া।

সজিব ও লিয়াকত মেলান্দহ উমীর উদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল বলেন, বুধবার দুপুরে সজিব ও জিল্লুর মেলান্দহ-ভালুকা সড়কের ভালুকা এলাকায় বন্যার পানি দেখতে গিয়ে পানির স্রোতের মধ্যে পড়ে ভেসে যায় ওই দুই স্কুলছাত্র। এসময় তাদের উদ্ধার করতে লাল মিয়া পানিতে নামলে তিনিও নিখোঁজ হন।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার আতাউর রহমান জানান, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছেন জামালপুর ও মেলান্দহ ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!