• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক খুনিদের ধিক্কার জানিয়ে চলে গেলো আকিফা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০১৮, ১১:২৬ এএম
সড়ক খুনিদের ধিক্কার জানিয়ে চলে গেলো আকিফা

ঢাকা: কুষ্টিয়ায় মায়ের কোলে চড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহত এক বছর বয়সী শিশু আকিফা খাতুন মারা গেছে।

বৃহস্পতিবার (৩০ আগষ্ট) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন নিহত আকিফার বাবা হারুনুর রশিদ।

গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় পথচারী মা-মেয়েকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে মা রিনা বেগম ও শিশু আকিফা গুরুতর আহত হয়। ঘটনাটি পাশের একটি সোনার দোকানের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের বাসটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এই সময় মা রিনা বেগম তাঁর সন্তানকে কোলে নিয়ে ওই বাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কোনো হর্ন ছাড়াই চালক বাসটি চালিয়ে মা-মেয়েকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত মা-মেয়েকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে ও তার মাকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে স্থানান্তর করা হয়।

এ ঘটনার সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুঁসে উঠে কুষ্টিয়ার সচেতন মহল। আলোচিত এ ঘটনায় বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘটনাস্থল কুষ্টিয়ার চৌড়হাসে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় সচেতন এলাকাবাসী।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!