• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা


বিশেষ প্রতিনিধি জুন ২৫, ২০১৮, ০৩:১৯ পিএম
সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা

ঢাকা: সড়ক দুর্ঘটনারোধে চালকদের প্রশিক্ষণসহ পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পাঁচটি নির্দেশনা হলো-
১. চালক ও হেলপারদের (সহকারী) প্রশিক্ষণ প্রদান করতে হবে।
২. দূরপাল্লার বাসযাত্রায় বিকল্প চালক রাখতে হবে। এক্ষেত্রে পাঁচ ঘণ্টা পর পর চালক পরিবর্তন করতে হবে।
৩. চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করতে হবে।
৪. চালকদের জন্য মহাসড়কের পাশে বিশ্রামাগার রাখতে হবে।
৫. এবং অবশ্যই সিগন্যাল মেনে চলতে হবে।

স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এসব নির্দেশনা কার্যকরের বিষয়টি তদারকি করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আরো জানান, প্রধানমন্ত্রী ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বলেছেন। কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। রাস্তার পাশে চালকদের বিশ্রামাগার করতে হবে।

ঈদুল ফিতরের পর সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় শতাধিক লোক নিহতের ঘটনার পর এ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!