• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়কে গাছ ফেলে গণডাকাতি: আহত ১০


চুয়াডাঙ্গা প্রতিনিধি মার্চ ২০, ২০১৭, ০১:৩৩ পিএম
সড়কে গাছ ফেলে গণডাকাতি: আহত ১০

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের অদূরে সড়কে গাছ ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়  ডাকাতরা লুটপাটসহ গাড়ির যাত্রীদের মারধর করে। সশস্ত্র ডাকাতদের এ হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (১৯ মার্চ) রাত ১০টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্বৃত্তরা সড়কের গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস প্রথমে ডাকাতির কবলে পড়ে। ওই বাসের যাত্রীদের মারধর করে লুটপাট শুরু করে ডাকাতরা। পরে পূর্বাশা ও চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের আরও দুটি বাসে ডাকাতি করে দুর্বৃত্তরা। শেষে এসিআই কোম্পানির একটি কাভার্ড ভ্যান ডাকাতির কবলে পড়ে। ড্রাইভারকে মারধর করে লুটপাট করে তারা। এ সময় হেলপার সোহাগকে কুপিয়ে টাকা পয়সা কেড়ে নিয়ে যায় ডাকাতরা। গুরুতর আহত অবস্থায় তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রয়েল এক্সপ্রেসের ড্রাইভার শামীম হোসেন, যাত্রী আবদুল হামিদ ও ট্রাক হেলপার সোহাগ।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার এ বিষয়ে পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!