• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়কে ঝরল স্কুলছাত্রী-মাছ ক্রেতার প্রাণ


বগুড়া প্রতিনিধি এপ্রিল ১৯, ২০১৮, ০৪:২০ পিএম
সড়কে ঝরল স্কুলছাত্রী-মাছ ক্রেতার প্রাণ

প্রতীকী ছবি

বগুড়া: পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সড়কে ঝরে গেল এক স্কুলছাত্রী এবং এক মাছ ক্রেতার প্রাণ। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার বাজার ও শহরের কামারগাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।   

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৩২৪৬) নিয়ন্ত্রণ হারিয়ে আদমদিঘীর সান্তাহারের পাইকারি মাছ বাজারে ঢুকে পড়ে। এতে বাজারে মাছ কিনতে আসা ভুলু সরদার (৫০) নামে একব্যক্তি ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন।  

ভুলু সরদার সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদার পাড়া মহল্লার মৃত ইউনুছ আলীর ছেলে। এসময় নুর ইসলাম বাবু (৫৫) নামের ব্যক্তি গুরুত্বর আহত হয়।

অপরদিকে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় বগুড়া শহরের কামারগাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী সুরাইয়া তাসনিম (৬) কে ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!