• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়কে ডাকাতি-ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৬


চুয়াডাঙ্গা প্রতিনিধি মার্চ ২২, ২০১৭, ০৪:২৩ পিএম
সড়কে ডাকাতি-ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) ভোররাতে সদর থানা ও দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে  দুটি ধারালো দা ও মোটরগাড়ি ভাঙা হাতুড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের রানা (৩২) ও জামান (৩০) এবং সদর উপজেলা আলোকদিয়ার রুবেল (২০) ও আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের নুরুজ্জামান (২৬)।

এছাড়া দামুড়হুদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দামুড়হুদা উপজেলার দর্শনা হল্টচাঁদপুরের আব্দুর রাজ্জাক (২৭) ও সদর উপজেলার নেহালপুরের সাইদুল ইসলাম (২৫)।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বুধবার (২২ মার্চ)  দুপুরে তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৯ মার্চ রাতে ঘোড়ামারা এলাকার বাস ডাকাতির সঙ্গে ও বড়দুধপাতিলা গ্রামের ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!