• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়কের পাশের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


মেহেরপুর প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০১৭, ০৪:১৬ পিএম
সড়কের পাশের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মেহেরপুরে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার (১৫ জানুয়ারি) দুপুর থেকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দু’পাশে এ অভিযান শুরু হয়। অভিযানে গাংনী উপজেলার আকুবপুর থেকে তেরাইল বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার দু’পাশের কাঁচা-পাকা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সড়ক ও জনপথ বিভাগের বিশেষ নির্দেশনার আলোকে এ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমান।

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাধন কুমার বিশ্বাস জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বেশ কিছুদিন ধরেই প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। অবৈধ স্থাপনা মালিকদেরকে লিখিত নোটিশও প্রদান করা হয়েছে। এতে অনেকেই অবৈধ স্থাপনা সরিয়ে নিলেও কিছু কিছু স্থানে রয়ে যায়। এ কারণে ডুলডোজার দিয়ে তা গুড়িয়ে দিয়ে সড়কের পাশের জায়গা দখলমুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের  ‍দু’পাশে মেহেরপুর জেলার সীমানা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!