• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হকারদের বিদেশে পাঠানোর চিন্তা করছে সরকার


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০১৭, ১০:৩৮ পিএম
হকারদের বিদেশে পাঠানোর চিন্তা করছে সরকার

ঢাকা: স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জাতীয় সংসদে বলেছেন, ঢাকার বিভিন্ন স্থান থেকে উচ্ছেদ করা হকারদের কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা নেয়া হচ্ছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।

বুধবার (২২) ফেব্রুয়ারি সরকারি দলের এমপি ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হকারদের পুনর্বাসনের জন্য তাদের আবেদন পাওয়া সাপেক্ষে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রমিক হিসেবে বিদেশে পাঠানোর বিষয়ে পরিকল্পনা নেয়া হচ্ছে। ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে মাঠপর্যায়ে জরিপ করে গুলিস্তান ও মতিঝিল এলাকায় ২ হাজার ৫০২ জন হকারের তালিকা তৈরি করা হয়েছে। এটি হালনাগাদ করা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, পরীক্ষামূলকভাবে গুলিস্তান, মতিঝিল, দিলকুশা, ঢাকা রেসিডেনসিয়াল কলেজ ও মিরপুরে হলিডে মার্কেট করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া গুলিস্তান ও মতিঝিল এলাকার তালিকাভুক্ত হকারদের ছাতা ও ভ্যানগাড়ি সরবরাহ করার কাজ চলছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!