• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হকির কন্ডিশনিং ক্যাম্প শেষ হচ্ছে বৃহস্পতিবার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৭:৫২ পিএম
হকির কন্ডিশনিং ক্যাম্প শেষ হচ্ছে বৃহস্পতিবার

ঢাকা: আগামী ৪ মার্চ থেকে ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড-২’-এর খেলা। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। এ লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হওয়া মাসব্যাপী কন্ডিশনিং ক্যাম্প শেষ হচ্ছে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)।

বিকেএসপিতে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন না জার্মান কোচ অলিভার কার্টজ । দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভিসা সংক্রান্ত জটিলতায় কার্টেজের পরিবর্তে দেশী কোচ মাহবুব হারুনের অধীনেই দুবেলা অনুশীলন করেছে খেলোয়াড়রা। তবে এখানেই শেষ নয়। চুড়ান্ত দল গঠনের আগে বিদেশে অনুশীলনের সযোগ পাচ্ছেন জিমি-চয়নরা। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তারা।

এদিকে দীর্ঘমেয়াদী অনুশীলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের সর্বোচ্চটা দেয়ার অঙ্গীকার দলের খেলোয়াড়দের। তবে আগামী সেপ্টেম্বরে ঢাকায় হতে হওয়া এশিয়া কাপের আগ পর্যন্ত ক্যাম্প চালু রাখার দাবি করেছেরন দলের খেলোয়াড়রা। সেই সঙ্গে স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে ওয়ার্ল্ড হকি লীগের রাউন্ড টু-এর বাধা পেরুতে চান নিলয়-আশরাফুলরা। ভালো পারফরমেন্সের জন্য মাঠের খেলার পাশাপাশি গুরুত্বপূর্ণ দিতে হবে শারীরিক ফিটনেসকে, এমনটাই মনে করেন দেশের হকি ইতিহাসে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া ফিজিক্যাল ট্রেনার।

আগামী ৪ মার্চ কানাডার পরিবর্তে খেলতে আসা মালয়েশিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড হকি লীগে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ দল।

সোনলীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!